Wellcome to National Portal
সমবায় অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ নভেম্বর ২০২৩

নিবন্ধক ও মহাপরিচালক

মোঃ শরিফুল ইসলাম

নিবন্ধক ও মহাপরিচালক

জনাব মোঃ শরিফুল ইসলাম (অতিরিক্ত সচিব) ২৮-১১-২০২৩ তারিখে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৪ সালের ২৫ এপ্রিল সহকারী কমিশনার হিসেবে চাকরিতে প্রথম যোগদান করেন।

 তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামে ১৯৬৬ সালের ২১ নভেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

 তিনি ১৯৮২ সালে যশোর জেলার চৌগাছা শাহাদত মাধ্যমিক বিদ্যালয় হতে প্রথম বিভাগে এসএসসি, ১৯৮৪ সালে ঢাকা কলেজ হতে প্রথম বিভাগে এইচএসসি, ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্সে অনার্স এবং ১৯৮৮ সালে একই বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স সম্পন্ন করেন।

 পেশাগত জীবনে তিনি মাঠ পর্যায়ে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, উপ-পরিচালক (স্থানীয় সরকার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ শিশু একাডেমিতে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

 পেশাগত প্রয়োজনে তিনি মালয়েশিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

 ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রী জনাব ইশরাত জাহান বর্তমানে যুগ্ম সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত আছেন। তাঁদের ২টি পুত্রসন্তান আছে।