Wellcome to National Portal
সমবায় অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মার্চ ২০২৫

সাফল্য ও অর্জন

          

দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাপি একটি পরীক্ষিত ও স্বীকৃত মাধ্যম হচ্ছে সমবায়। বাংলাদেশের সংবিধানের ১৩(খ) অনুচ্ছেদে সমবায়কে সম্পদের মালিকানার ২য় খাত হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে। বর্তমানে অর্থনীতির প্রায় সকল শাখায় সমবায় তার কার্যক্রম বিস্তৃত করেছে। কৃষির পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা, পরিবহণ, পর্যটন, ‍কুটিরশিল্প, আবাসন, মৎস্য, দুগ্ধ, সঞ্চয়-ঋণদান,সার্বিক গ্রাম উন্নয়ন,পানি ব্যবস্থাপনা, তাঁত শিল্প ইত্যাদি ৩৫ শ্রেণির বিভিন্ন  খাতে সমবায় পদ্ধতির    বিস্তার ঘটেছে।

   সরকার ঘোষিত নির্বাচনী অঙ্গীকার ‘‘রূপকল্প ২০৪১’’বাস্তবায়নে সমবায় গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে আর্থিক ও সেবা খাতে নতুন কার্যক্রম গ্রহণ,  বিদ্যমান কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও বিভিন্ন প্রকার উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে সমবায় অধিদপ্তর বেশ কিছু মৌলিক লক্ষ্য অর্জনে অবদান রাখতে পারে। কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, দ্রব্য মূল্যের স্থিতিশীলতা আনয়ন, প্রশিক্ষণ ও সেবা প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অনগ্রসর ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং মানব সম্পদ উন্নয়ন বিশেষতঃ নারী উন্নয়নের মাধ্যমে সোনার বাংলা গড়ার ক্ষেত্রে সমবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।   

 

সমবায়কে উন্নয়নমুখী ও টেকসই করার জন্য সমবায় অধিদপ্তর তার চলমান কাজের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার ভিত্তি প্রস্তুতের ক্ষেত্রে বিগত ২০০৯ হতে ২০২৩ পর্যন্ত সময়ে  উল্লেখযোগ্য অর্জন নিম্নরুপ:

 

  1. সমবায় অধিদপ্তরে রাজস্ব খাতে ২০০৯ হতে ২০২৩ পর্যন্ত সময়ে  ৯৯৭ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে।
  2. জাতীয় সমবায় নীতি, ২০১২; সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০১৩; সমবায় সমিতি বিধিমালা (সংশোধিত),-২০২০ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
  3. ১,৫৫,২৪৬ টি নতুন সমবায় সমিতি নিবন্ধন প্রদান করা হয়েছে।
  4. প্রায় ৩৩ লক্ষ ৬৮ হাজার নতুন জনগোষ্ঠীকে সমবায় সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে;
  5.  সমবায় সমিতির মোট সম্পদের পরিমাণগত ২৪৭৬ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে মোট ৯৪০০ কোটি  টাকায় উন্নীত হয়েছে;
  6. সমবায় সমিতিগুলোর পুঁজি বিনিয়োগ ও প্রকল্পের মাধ্যমে প্রায় ৮ লক্ষ ৪৭ হাজার জনের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে;
  7. নিরীক্ষা ফি বাবদ ৪২ কোটি টাকা এবং নিবন্ধন ফি বাবদ ৪৭ লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে;
  8. টেকসই সমবায় গঠনের নিমিত্ত প্রায় ১৪ লক্ষ জনকে সমবায় ব্যবস্থাপনা ও আয়বর্ধনমূলক প্রশিক্ষণ  প্রদান করা হয়েছে;
  9. সমবায় অধিদপ্তর ২০২১-২০২২ অর্থবছরে বাষিক কর্মসম্পাদন চুক্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।

 পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে ২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে (এপিএ) ১ম স্থান অর্জন করেছে।