Wellcome to National Portal
সমবায় অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd ডিসেম্বর ২০২৩

এক নজরে সমবায়

সমবায় অধিদপ্তর

সমবায় অধিদপ্তর জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্ হ্রাস করণে সরকারি উদ্যোগ বাস্তবায়নের অন্যতম প্রধান সংস্থা হিসেবে পরিচিতি লাভ করেছে এবং এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্ত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে একটি অধিদপ্তর। সমবায় অধিদপ্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি নিবন্ধক ও মহাপরিচালক নামে অভিহিত।  উপজেলা/মেট্টো: থানা, জেলা, বিভাগ ও সদর দপ্তর এ ৪ পর্যায়ে এ অধিদপ্তরের কার্যালয় বিস্তত। এছাড়া একটি জাতীয় প্রশিক্ষণ একাডেমি,কুমিল্লা (বাংলাদেশ সমবায় একাডেমি) এবং ময়মনসিংহ, ফেনী, নওগাঁ, কুষ্টিয়া, ফরিদপুর, মৌলভীবাজার, রংপুর, খুলনা, বরিশাল, ও নরসিংদীতে ১টি করে মোট ১০টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। সমবায় সমিতির নিবন্ধনসহ বিধিগত বিভিন্ন সেবা, আইনগত পরামর্শ এবং উন্নয়ন ও সম্প্রসারণমূলক কর্মকান্ডের মাধ্যমে সমবায় আন্দোলনকে সহায়তা করা ও জনগণের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সমবায় অধিদপ্তরের মূল কার্যক্রম। সমবায় অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো অনুযায়ী  মোট জনবল ৫০৬৩ জন।

 

বর্তমানে সমবায় সমিতির সংক্ষিপ্ত তথ্য: (জুন/২৩পর্যন্ত)

 

ক্রঃ নঃ বিবরণ তথ্য
১. জাতীয় সমবায় সমিতির সংখ্যা ১১ টি
২. কেন্দ্রীয় সমবায় সমিতির সংখ্যা ১২০৫ টি
৩. প্রাথমিক সমবায় সমিতির সংখ্যা ১৮৭৪১৭ টি
৪. দেশব্যাপী সমবায় সমিতির সংখ্যা ৪৯ টি
৫. বিভাগব্যাপী সমবায় সমিতির সংখ্যা ২০৪ টি
৬. সর্বমোট সমবায় সমিতির সংখ্যা ১,৮৮,৮৮৬ টি
৭. ব্যক্তি সদস্য সংখ্যা পুরুষ-৯২৬২৯০১ জন, মহিলা-২৯৭৮২৫৫ জন, সর্বমোট-১২২৪১১৫৬ জন
৮. শেয়ার মূলধন ৩৪৬৬.৯৩ কোটি টাকা 
৯. সঞ্চয় আমানত ১৪৪৯৮.২৬ কোটি টাকা
১০. কার্যকরী মূলধন ২৩৬০০.৭৪ কোটি টাকা
১১. মোট সম্পদ ১১৩৯৪.৩৩ কোটি টাকা
১২. আশ্রয়ণ সমবায় সমিতির সংখ্যা ৩৩৬০ টি
১৩. পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সংখ্যা ১৪৫৮টি