Wellcome to National Portal
সমবায় অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ সেপ্টেম্বর ২০২১

সচরাচর জিজ্ঞাসা

সচরাচর জিজ্ঞাসা

১.

প্রশ্ন: সমবায় অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়?

 

উত্তর: উপমহাদেশে ১৯০৪ সালে  কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটিজ  এ্যাক্ট প্রণীত হয়, ১৯১২ সালে কো-অপারেটিভ  সোসাইটিজ  এ্যাক্ট জারী করা হয় ,১৯১৪ সালে ম্যাকলেগান কমিটি গঠন হয়, ১৯৪০ সালে বেঙ্গল কো-অপারেটিভ সোসাইটিজ এ্যাক্ট প্রণীত হয়, ১৯৪২ সালে সমবায় নিয়ামাবলী জারী করা হয়, ১৯৫৯ সালে ড:আব্দুল হামিদ খান কর্তৃক উদ্ভাবিত দ্বি-স্তর বিশিষ্ট সমবায়  কাঠামো ‘কুমিল্লা মডেল’গঠন, ১৯৭২ গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সংবিধানে সমবায়কে ১৩ (খ) অনুচ্ছেদে সমবায় কে ২য় খাত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, ১৯৮৪ সালে সমবায় অধ্যাদেশ জারীর মাধ্যমে সমবায় নতুনভাবে সূচনা করে।

২.

প্রশ্ন: সমবায় অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?

 

উত্তর: এটি স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে। সংক্ষেপে (এলজিআরডি এন্ড কো-অপারেটিভ)

৩.

প্রশ্ন: সমবায় অধিদপ্তরের প্রধান কাজ কি?

 

উত্তর:

  1. দেশের সকল জনগোষ্ঠীকে সমবায় আদর্শে/দর্শনে উদ্ধুদ্ধকরণ;
  2. নিরীক্ষা, পরিদর্শন ও তদারকির মাধ্যমে সমবায় সমিতিগুলোতে সুশাসন প্রতিষ্ঠা করা;
  3. প্রশিক্ষণের মাধ্যমে সমবায়ীদের দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃজনে সহায়তা করা;
  4. সমবায় নেটওয়ার্কিং জোরদার করার লক্ষ্যে সমবায় মূল্যবোধের প্রচার, প্রকাশনা, সেমিনার ও কর্মশালার আয়োজন এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান;
  5. পূঁজি গঠন ও বিনিয়োগের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা;
  6. গ্রামীণ মহিলা ও সাধারণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সমবায় ভিত্তিক প্রকল্প ও কর্মসূচির বাস্তবায়ন;
  7. সমবায় পণ্য ব্রান্ডিং ও বাজার সংযোগ প্রতিষ্ঠায় সমবায়ীদের দক্ষতা উন্নয়নে সহায়তা করা;
  8. ই-বাজারের মাধ্যমে সমবায় ভিত্তিক পণ্য বাজারজাতকরণ;

 

৪.

প্রশ্ন: সমবায় সমিতি নিবন্ধন করতে টাকা খরচ হয়?

 

উত্তর: প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন করতে সরকারি কোষাগারে ট্রেজারী চালানের মাধ্যমে ৩০০/- এবং ভ্যাট বাবদ ৪৫/- টাকা পরিশোধ করতে হয়।

৫.

প্রশ্ন: সমবায় সমিতি নিবন্ধন করতে কতজন সদস্য প্রয়োজন হয়?

 

উত্তর: ২০ জন প্রাপ্ত বয়স্ক সদস্য হতে হবে।

৬.

প্রশ্ন: সমবায় সমিতি নিবন্ধনের জন্য কোথায় যোগাযোগ করতে হয়?

 

উত্তর: প্রতিটি উপজেলা পরিষদে উপজেলা সমবায় কার্যালয়ে যোগাযোগ করতে হবে এবং মেট্টো: পলিটন শহরে মেট্টোপলিটন থানা সমবায় কার্যালয়ে সংশ্লিষ্ট মেট্টো: থানা সমবায় কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে।

৭.

প্রশ্ন: সমবায় অধিদপ্তরের প্রধান নির্বাহী কর্মকর্তার পদবী কি?

 

উত্তর: নিবন্ধক ও মহাপরিচালক

৮.

প্রশ্ন:সমবায় অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো কিরুপ?

 

উত্তর: সমবায় অধিদপ্তরের প্রধান নিবন্ধক ও মহাপরিচালক। তাকে সহায়তা করেন ৫ জন অতিরিক্ত নিবন্ধক।  অধিদপ্তরের আওতায় ৪৯৪ টি উপজেলা/মেট্টো:থানা সমবায় কার্যালয়, ৬৪টি জেলা সমবায় কার্যালয়, ৮টি বিভাগীয় সমবায় কার্যালয় রয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমের জন্য ১০ টি আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এবং ১টি বাংলাদেশ সমবায় একাডেমি রয়েছে। সমবায় অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকার আগারগাঁও অবস্থিত।